শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ‘লুকোচুরি’ খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে যারা অপরাধ ও অন্যায় করেছে, তাদের গ্রেপ্তার ও আটকে রাখা নিয়ে আপনারা এত লুকোচুরি খেলছেন কেন?’
বিএনপির এই নেতা বলেন, তারা প্রথমে সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করার কথা শুনেছেন এবং পরে শুনেছেন তিনি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘোরাঘুরি করছেন।
আরও পড়ুন: সাবের হোসেনের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন রিজভীর
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা প্রথমে শুনলেও দুই-তিন দিন পর জানতে পারেন তাকে গ্রেপ্তার করা হয়নি। ‘কেন আপনারা জনগণকে ধোঁকা দিচ্ছেন? এই লুকোচুরি খেলছেন কেন? এটাই জনগণ জানতে চায়।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে বিলম্বের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই বিলম্ব আওয়ামী লীগের মিত্রদের নীল নকশার অংশ।
তিনি বলেন, এমনকি মঈনুদ্দিন-ফখরুদ্দীনও (২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম জড়াতে পারেননি।
‘এই মামলা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা বহির্ভূত। তারপরও কেন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হচ্ছে না? দেশের মানুষ এর কারণ জানতে চায়,’প্রশ্ন তোলেন রিজভী।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শকদের (এসআই) চাকরিচ্যুত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া ২৪২ জন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের বাদ দেওয়া হয়েছে, যদিও সেখানে ৮০৩ জন কর্মকর্তা বাদ দেওয়ার কথা ছিল।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দ্রুত দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রিজভীর