হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রহিম উল্লাহ

হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রহিম উল্লাহকে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ফেনী সদর আমলী আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, ফেনীর মহিপালে টমটমচালক হত্যা মামলায় রহিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার রিমান্ড চাওয়া হবে। সোমবার (১৪ অক্টোবর) আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: মোহাম্মদপুরে র‌্যাব-সেনাবাহিনী পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, থানায় মামলা

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটমচালক জাফর হত্যা মামলায় রহিম উল্লাহকে শনিবার (১২ অক্টোবর) ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জাফর আহম্মদ (৫৩) নামে এক টমটমচালক হত্যা মামলার আসামি তিনি।

এ ছাড়া এই মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত ৫ সেপ্টেম্বর নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি করেন।

রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জেদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন: বগুড়ায় শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top