সিলেটে ৩৪ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

কানাইঘাট ও জৈন্তাপুরের কয়েকটি সীমান্ত এলাকায় মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত বুধবার (১৬ অক্টোবর) থেকে শুক্রবার (১৮ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৯) এ তথ্য জানায়।

আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুটি ভারতীয় পতাকাবাহী ট্রলার জব্দ, ৩১ জেলে আটক

এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র টহল দল জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকার মিকিড়পাড়া থেকে মালিকবিহীন ১ লাখ ৯৮ হাজার টাকার ৪৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে শুক্রবার সকাল ১০টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দলের অভিযানে ১২ লাখ ৮৪ হাজার টাকার ৪ হাজার ২৮০টি ভারতীয় চশমা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ভাল্লুকমারায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫ লাখ ৬০ টাকা মূল্যের ১টি ভারতীয় ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করে।

অন্যদিকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লোভাছড়া বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাগানবাজার থেকে মালিকবিহীন অবস্থায় ২০ ফুট ভারতীয় কাঠ জব্দ করে। যার মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া বুধবার সকাল ৭টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চাংগিল নামক স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি এবং ১টি ডিআই পিকআপ জব্দ করে। এসব মালামালের আনুষ্ঠানিক মূল্য ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

তিনদিনের আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত মালামাল শুল্ক গুদামে জমা করেছে বিজিবি।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ১

বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top