সিলেটে গাড়িচাপায় রিকশাযাত্রীর মৃত্যু

সিলেটে গাড়িচাপায় সিতারা বেগম নামে এক রিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমায় রশিদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ভীমরুলের কামড়ে বাবা-মেয়ের পর এবার ছেলের মৃত্যু

নিহত সিতারা বেগম (৮০) দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার এবদালপুর গ্রামের মৃত কটু মিয়ার স্ত্রী।

নিহতের মেয়ে হাজেরা বেগম এ ঘটনায় গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার দিকে রশিদপুর বাজার থেকে সিতারা ও তার মেয়ে হাজেরা রিকশায় বাড়ি ফিরছিলেন। বাজারেই ঢাকাগামী একটি গাড়ি রিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সিতারা বেগম। হাজেরা গুরুতর আহত হন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে গাড়িটিকে শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে আবেদন করেছেন নিহতের স্বজনরা। জেলা প্রশাসনের আদেশ-সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ঘাতক গাড়িটি শনাক্তে কাজ চলছে বলে জানান আবুল হোসেন।

আরও পড়ুন: ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু

ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top