মুলতানে প্রথম টেস্ট খেলা হচ্ছে না স্টোকসের

চোট থেকে ফিরে পাকিস্তান সফরে প্রথম টেস্ট খেলার যে ইঙ্গিত দিয়েছিলেন বেন স্টোকস, শেষ পর্যন্ত তা হয়ে উঠছে না। চোট কাটিয়ে উঠলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হতে পারেননি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক।
গত আগস্টে ‘দ্য হান্ড্রেড’ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় স্টোকসকে। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের।
কিছুদিন আগে তিনি নিজেই জানিয়েছিলেন যে পাকিস্তানে সফরে তারা খেলার সম্ভাবনা বাড়ছে। তবে শেষ পর্যন্ত সিরিজ শুরু করা হয়ে উঠছে না তার।
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটের তিন সংস্করণেরই দায়িত্বে ম্যাককালাম
বিবিসি স্পোর্টসকে স্টোকস বলেন, ‘(প্রথম টেস্ট) খেলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শরীর সায় দিচ্ছে না।… খেলতে না পারাটা সবসময়ই হতাশার। তবে এই ম্যাচটি না খেলতে পারলেও (মাঠে ফেরার জন্য) নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করছি।’
মুলতানে তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সোমবার। এর আগে শুক্রবার সেখানে প্রথম অনুশীলন করে ইংল্যান্ড দল। এদিন শুরুতে আলাদাভাবে অনুশীলনের পর নেটে কিছুক্ষণ ব্যাটিং করেন স্টোকস। এরপর কিছুক্ষণ বোলিংও করেন তিনি, তবে পূর্ণ গতি পাচ্ছিলেন না। এরপর প্রথম টেস্টে না থাকার কথা জানান তিনি।
স্টোকসের অনুপস্থিতিতে কপাল খুলেছে ডানহাতি পেসার ব্রাইডন কার্সের। এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেললেও থ্রি লায়ন্সের জার্সিতে লাল বলের ক্রিকেটে মাঠে নামা হয়নি তার। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই অভিষেক হতে যাচ্ছে ২৯ বছর বয়সী এই পেসারের।
আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
প্রথম টেস্টের দুদিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। এই টেস্টে দুই স্পিনার জ্যাক লিচ ও শোয়েব বাশিরকে দলে রেখেছেন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জ্যাক ক্রলি। ঊরুর সমস্যা কাটিয়ে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলবেন পেসার গাস অ্যাটকিনসনও।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ ও শোয়েব বাশির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top