ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদল মিয়া (৩৫) ও ফিরোজ মিয়া (৫৭) নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বুধবার (২ অক্টবর) দুপুর দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাংরি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সুতারাটিয়া গ্রামের বাদল ও দশালিয়া গ্রামের অটোরিকশার চালক ফিরোজ।
স্থানীয়রা জানান, শ্যামল ছায়া পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাদল ও ফিরোজোর মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচ জন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ