ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এসময় তাদের ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১ অক্টোবর) রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের অধীনে বিসিজি বেইস ভোলার সেকশন কমান্ডার এম শফিকের নেতৃত্বে সদর উপজেলায় তেঁতুলিয়া নদীর চটকিমারা টাওয়ার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের তিনটি ড্রেজার ৭টি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ ড্রেজারপ্রতি ২০ হাজার টাকা এবং বাল্কহেডপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা আদায় করে। পরে জব্দ করা ড্রেজার-বাল্কহেডসহ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড আরও জানায়, নদী ভাঙনের এবং নদীর গতিপথ পরিবর্তনের অন্যতম মাধ্যম হলো অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করা। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এলাকাগুলোতে নদী ভাঙন রোধকল্পে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজারের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান চলবে।