জাপানের ইশিকাওয়া প্রদেশের একটি নদীর কাছ থেকে এক নারীকে উদ্ধার করার পর রেকর্ড বৃষ্টিপাতের কারণে নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: জাপানের হোক্কাইডো উপকূলে ৬.৮ মাত্রার ভূমিকম্প
বছরের শুরুতে বড় ভূমিকম্পের কবলে পড়ার পর গত ২১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ইশিকাওয়াতে রেকর্ড বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও সেখানে সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএইচকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত ওয়াজিমা, সুজু ও নোটো শহরের ৪৬টি স্থান যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বন্যায় বিদ্যুৎ বিভ্রাট ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ হাজার ২১৬টি পরিবার সুপেয় পানির সংকটে ভুগছে।