গত ১৭ অক্টোবর ঢাকার বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে ‘পুলিশি অভিযানের’ তীব্র নিন্দা জানিয়েছে জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)।
এক বিবৃতিতে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠনটি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার চর্চাকারী ১১ জন নারীসহ ৩৩ জন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জেএমবিএফ নিরস্ত্র শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের সমালোচনা করে একে মানবাধিকার রক্ষাকারী বাংলাদেশি ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে।
জেএমবিএফের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট ফরাসি মানবাধিকার কর্মী রবার্ট সাইমন কয়েক দশক ধরে সমাজের সেবায় জড়িত শিক্ষাবিদদের শান্তিপূর্ণ বিক্ষোভের সহিংস দমনের নিন্দা করেছেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ
তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষকদের শ্রদ্ধা পাওয়ার ও তাদের কণ্ঠস্বর শোনার অধিকার রয়েছে, তাদের বর্বরতা ও নির্যাতনের মুখোমুখি হওয়া উচিত নয়।’
বিবৃতিতে বলা হয়, যে ঘটনায় ৩৩ জন শিক্ষক আহত হয়েছেন, তা বাংলাদেশের সংবিধানের ৩৭ অনুচ্ছেদ এবং ৩৩(৫) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে সব ধরনের নির্যাতন নিষিদ্ধ করা হয়েছে।
জেএমবিএফ আরও উল্লেখ করেছে যে পুলিশের পদক্ষেপগুলো জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা (ইউডিএইচআর), বিশেষত অনুচ্ছেদ ২০ সহ আন্তর্জাতিক চুক্তিগুলো লঙ্ঘন করেছে, যা শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের নিশ্চয়তা দেয়।
অধিকন্তু, এটি নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর), বিশেষত অনুচ্ছেদ ২১ এবং নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি (সিএটি) বিরোধী কনভেনশনের লঙ্ঘন।
জেএমবিএফের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম বছরের পর বছর অবৈতনিক চাকরি দেওয়ার পরে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) সদস্যপদ এবং মৌলিক অধিকার অর্জনের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে করা আচরণের সমালোচনা করেছেন।
জেএমবিএফ দায়ী কর্মকর্তাদের তাদের কর্মের জন্য জবাবদিহি করার জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত শুরু করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ১৭ অক্টোবরের ঘটনার স্বচ্ছ তদন্ত, ন্যায়বিচার ও আহত শিক্ষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন: পুলিশি অভিযানের ৪ দিন পর খুলল বিএনপির নয়াপল্টন কার্যালয়