বরিশালের বাবুগঞ্জে ভূমি অফিসের নিজ কক্ষ থেকে ভূমি কর্মকতা জসীম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জসীম উদ্দিন খান গত চার বছর ধরে ভূমি অফিসের সার্ভেয়ার হিসেবে দায়িত্বে ছিলেন।
নৈশ প্রহরী নিখিল জানান, রাত ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে কক্ষের ভেতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি শুরু করেন। অনেকক্ষণ ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএসসির জাহাজে আগুন: ১ জনের লাশ উদ্ধার
স্থানীয়দের ধারণা ভূমি কর্মকর্তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ বছর। স্থানীয়রা প্রথম টের পেয়ে আমাদের খবর দিলে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে। রুমের দরজা ভেঙে ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, ভূমি কর্মকর্তার লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শ্রীনগরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার