বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সিটির ‘প্রথম’

লিগে টানা চার ম্যাচ জিতে দারুণভাবে মৌসুম শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে পরের তিন ম্যাচ টানা ড্র করে হতাশায় ডু্বতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে তার পরের ম্যাচে এসে বড় ব্যবধানে জিতে ফের জয়ের ধারায় ফিরেছে দলটি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভাকে তাদের মাঠেই ৪-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিন ম্যাচে অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন বার্সেলোনা ঘুরে ফের সিটিতে যোগ দেওয়া ইলকাই গুন্ডোগান। দ্বিতীয় দফায় সিটির জার্সিতে এটিই তার প্রথম গোল।
আরও পড়ুন:
ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
এর সাত মিনিট পর জেরেমি দোকুর পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। এই গোলে অবিশ্বাস্য এক কীর্তি গড়েন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। ২০১৮-১৯ মৌসুম থেকে শুরু করে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের প্রতি মৌসুমে গোল করা মাত্র চতুর্থ খেলোয়াড়ের একজন তিনি। তিনি ছাড়া এই কীর্তি আছে শুধু বার্সেলোনার রবের্ট লেভানডোভস্কি, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং আতলেতিকো মাদ্রিদের আন্তোয়ান গ্রিজমানের।
দুই গোলের ব্যবধান নিয়ে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে গোল পেয়ে যান আর্লিং হালান্ড। এর ফলে ৪১ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৪২ গোল হলো এই স্কোরিং মেশিনের।
এরপর ৭৪তম মিনিটে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন হালান্ডের বদলি হিসেবে নামা সিটির ২১ বছর বয়সী তরুণ উইঙ্গার জেমস ম্যাকাটি।
আরও পড়ুন: পিএসজিকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল
এর ফলে দুই ম্যাচে একটি করে ড্র ও জয়ে চার পয়েন্ট সংগ্রহ করল ম্যানচেস্টার সিটি। ৬ পয়েন্ট করে নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও ব্রেস্ত। তবে বুধবার রাতে দ্বিতীয় রাউন্ডের বাকি ম্যাচগুলোর পর টেবিলে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, লিগ পর্বের নতুন ফরম্যাটের এবারের চ্যাম্পিয়ন্স লিগে টেবিলের প্রথম ৮ দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে। আর পরের ১৬ দলের মধ্যে প্লে-অফ খেলার মাধ্যমে বাকি আট দল নির্বাচিত হবে।
দিনের অপর খেলায় সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড, বার্সেলোনা জিতেছে ৫-০ ব্যবধানে। এছাড়া ৪-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান এবং ২-০ ব্যবধানে পিএসজিকে হারিয়েছে আর্সেনাল। এ ছাড়াও ঘরের মাঠে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বায়ের লেভারকুজেন, আর স্পোর্তিংয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে পিএসভি আইন্ডহোভেন।
এর আগে, জালসবুর্গকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ফরাসি ক্লাব ব্রেস্ত।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top