বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা; দেশজুড়ে হতে পারে বৃষ্টি

এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বাতাসের মানের অবনতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top