ফরিদপুরের শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

সপ্তাহের ৭ দিনই ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।
আরও পড়ুন: পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটি বাতিলের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের হাফ ভাড়া ও বিভিন্ন সমস্যা নিয়ে নতুন বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে শনিবার (৫ অক্টোবর) বাস-মিনিবাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সভায় এ ঘোষণা দেওয়া হয়।
এসময় ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার।
তিনি বলেন, তবে ঈদের ১০ দিন আগে ও ১০ দিন পরে এবং দুর্গা পূজার ৫ দিন আগে ও ৫ দিন পরের সময়টুকু এই সিদ্ধান্ত কার্যকর হবে না।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল, শাহরিয়ার রফিন প্রমুখ।
আরও পড়ুন: তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top