দুর্গাপূজার বন্ধ শেষে হিলি বন্দরের কার্যক্রম শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশের হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম জানান, গত ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ভারতের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ এ কাজে সংশ্লিষ্টরা তাদের ধর্মীয় উৎসবের কারণেই বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে এই ছয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হয়নি।

মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। এরমধ্য দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আরও পড়ুন: ৬ দিন বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, দীর্ঘ কয়েকদিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে কাঁচামরিচসহ পেঁয়াজের দাম। আজ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। তাতে দেশের বিভিন্ন স্থানে আমদানি করা পণ্যগুলো যখন পৌঁছে যাবে তখন নিত্যপণ্য এই দুটির দাম অনেকাংশে কমে আসবে। ব্যবসায়ীদের বেশি করে নিত্যপণ্য আমদানি করতে উৎসাহী করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারাপার স্বাভাবিক ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের সব কার্যক্রম চালু থাকে।

আরও পড়ুন: টানা ৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top