দক্ষিণ বৈরুতে শহরতলীতে শনিবার রাতে ধারাবাহিকভাবে সহিংস হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।
স্থানীয় টিভি চ্যানেল আল-জাদিদের প্রতিবেদনে জানা যায়, আমরুসিয়েহ, চৌইফাত, হারেত হরেইক ও বুর্জ আল-বারাজনেহ এলাকায় হামলা চালানো হয়েছে।
এর মধ্যে এক স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র জ্বালানি স্টেশনে আঘাত করে এবং ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টিভি ফুটেজে ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের ওপর দিয়ে উড়তে দেখা গেছে।
তবে হামলায় কেউ হতাহত হয়েছে কি না প্রতিবেদনটিতে জানা যায়নি।
২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন জুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এ হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এছাড়াও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ গুরুত্বপূর্ণ নেতারাও নিহত হয়েছেন। অনেক অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে বাসিন্দারা।
এরই মধ্যে লেবাননে ‘সীমিত’ আকারে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল।
গত বছরের ৮ অক্টোবর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। হিজবুল্লাহ হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে যার প্রতিবাদে দক্ষিণ-পূর্ব লেবাননে গুলি বর্ষণ ও বিমান হামলা শুরু করে ইসরায়েল।