তারেক রাহমানের বক্তব্যে উদ্বুদ্ধ করতে সমাবেশ ধামরাই উপজেলা বিএনপি-অঙ্গদলের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের আলোকে জনগণকে উদ্বুদ্ধ করতে সমাবেশ করেছে ধামরাই উপজেলা রোয়াইল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল ও স্বেচ্ছাসেবক দল।
গতকাল শুক্রবার ধামরাইয়ের বিভিন্ন স্থানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের চাহিদানুযায়ী খাদ্য সহায়তার দেবে সরকার: তারেক রহমান
সমাবেশে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তারেক রহমানের এই ঐক্যের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা।
বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুব দলের সাবেক সহসভপতি ইবাদুল হক জাহিদ।
সমাবেশ পরিচালনা করেন ঢাকা জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ বিশ্বাস।
আরও পড়ুন: খুলনায় ব্যবসা‌ প্রতিষ্ঠানে হামলা ও মারধরের ঘটনায় সদ্যবহিষ্কৃত বিএনপি নেতা বাবুল গ্রেপ্তার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top