ট্রাফিক আইন অমান্য করায় ৯৩৪ মামলা করেছে ডিএমপি, ৩৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) এসব মামলা ও জরিমানা করে পুলিশ।
ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবির জানান, ডিএমপির পক্ষ থেকে ২১৮টি গাড়ি ও ১১৭টি গাড়ি রেকারে রাখা হয়েছে।
শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top