রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৮টি মামলা ও ৬২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ডিসি তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭২টি যানবাহন জব্দ করা হয় এবং ৩৪টি গাড়িতে র্যাকার লাগানো হয়।
শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি