টাঙ্গাইল জেলা আ. লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক মারা গেছেন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক (৮০) আর নেই।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নিজ বাস ভবনে শহরের থানা পাড়ায় তার মৃত্যু হয়। তিনি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন। তার স্ত্রী মৃত সুরাইয়া বেগম। তিনি এক ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় প্রধান আসামি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ফজলুর রহমান খান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে তিনি কথা বলতে পারছিলেন না। পরে শনিবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে জেলার বিভিন্ন স্তরের মানুষ সমবেদনা জানতে জড়ো হন। তবে আওয়ামী লীগের দুযেকজন নেতা-কর্মী ছাড়া তেমন কাউকেই দেখা যায়নি।

ফজলুর রহমান খান ফারুক পাকিস্তান গণপরিষদ সদস্য এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাকে ২০২১ সালে একুশে পদক দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top