ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাপের কামড়ে হাবিবুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবগত রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
হাবিবুর রহমান (২৬) উপজেলার ভাতুরিয়া গ্রামের রায়পাড়ার মৃত শমসের আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
প্রতিবেশী শামসুল ইসলাম জানান, হাবিবুর রহমান রাতে নিজ ঘরে ঘুমিয়েছিল। রাত দেড়টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়।
যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়ার চেষ্টা করে। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’