জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ইশিবা

জাপানের পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট শিগেরু ইশিবা।
দেশটির নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ব্যতিক্রমী অধিবেশন ডাকা হয়। এই অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
এলডিপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট জাপানের পার্লামেন্টের উভয় কক্ষ নিয়ন্ত্রণ করায় প্রতিনিধি পরিষদে ৪৬১ ভোটের মধ্যে ২৯১ ভোট এবং হাউস অব কাউন্সিলরসে ২৪২ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হন ইশিবা।
পার্লামেন্টের বিশেষ ‘ডায়েট’ সেশনের পর ৬৭ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ তার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। পরে ইম্পেরিয়াল প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে তার ওপর দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা অর্পণ করা করা হবে এবং সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আরও পড়ুন: জাপানের ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হলেন ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ ইশিবা
ইশিবা যেহেতু ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন, তাই বিভিন্ন জটিল ইস্যু নিয়ে দেশকে নেতৃত্ব দিতে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
অপ্রকাশিত আয় ও রাজনৈতিক তহবিলের অপব্যবহারের সঙ্গে জড়িত কেলেঙ্কারির দ্বারা ব্যাপকভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এলডিপির প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করাই ইশিবার কার্য তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
গত সপ্তাহে এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনিই যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন, সে বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রবীণ এই রাজনীতিবিদ বলেছিলেন, এলডিপির মধ্যে আস্থা ও ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় তার পূর্ণ প্রচেষ্টা থাকবে। দলকে এমনভাবে পুনর্গঠন করা হবে যা নম্র, ন্যায্য ও স্বচ্ছ, যেখানে নিয়ম মেনে চলা হয় এবং জনগণ নেতাদের জবাবদিহি করতে পারে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ইশিবা জানান, আগামী ৯ অক্টোবর সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ২৭ অক্টোবর একটি সাধারণ নির্বাচন ডাকার পরিকল্পনা করছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মতামত পাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এ রাজনীতিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top