চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল

কিডনি ও হৃদরোগে আক্রান্ত ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল মারা গেছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৫৮ বছর।
আরও পড়ুন: লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
বিদ্যমান শারীরিক অসুস্থতার মধ্যে সম্প্রতি তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তিনি ইনসেনটিভ কেয়ার ইউনিটে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়।
অঘোর তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেন। ১৯৯০-এর দশকে তিনি বাংলা দৈনিক পত্রিকা ভোরের কাগজে কাজ করেন, যা সেই সময়ের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র।
দীর্ঘ কর্মজীবনে অঘোরকে দেশের ক্রীড়া সাংবাদিকতা শিল্পের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হতো।
বেশ কয়েকটি সংবাদপত্রে কাজ করার পাশাপাশি অঘোর টেলিভিশনেও কাজ করেছেন। তিনি চ্যানেল আই, দীপ্ত টিভিতে কাজ করেছেন। সর্বশেষ তিনি এটিএন নিউজের বার্তা সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রীড়া সাংবাদিকদের দুটি সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অন্যান্য ক্রীড়া সাংবাদিকরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আঘোরের মৃত্যুতে শোক প্রকাশ করে আরেক প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও আঘোরের বন্ধু আরিফুর রহমান বাবু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী নজরুল ইসলামের এই কবিতাটি লিখেছিলেন, ‘আমার মনে আছে, অতীত জীবনে কোনো এক বিদায়ী সন্ধ্যায়- আমি এই পাশে দাঁড়িয়েছিলাম, আর তুমি তোমার নৌকা ওপারে ভাসিয়েছিলে।’
আরিফুর হোসেন লেখেন, ‘আমার মন দুঃখে ভরে গেছে। অঘোর মণ্ডল চলে গেলেন না ফেরার দেশে।’
আরও পড়ুন: ডিআরইউর সাবেক সভাপতি আজমল হোসেন আর নেই, বনানী কবরস্থানে দাফন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top