চট্টগ্রামে বিএসসির জাহাজে আগুন: ১ জনের লাশ উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের বহিঃনোঙরে বিএসসির তেলবাহী জাহাজ বাংলার সৌরভে আগুনের ঘটনায় মো. সাদেক নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. সাদেক (৪৩) জাহাজটির ক্রু ছিলেন।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতের সহকর্মীরা জানান, জাহাজে আগুন লাগার পর কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে পানিতেই মৃত্যু হয়েছে সাদেকের।
আরও পড়ুন: চট্টগ্রামে এবার বিএসসির আরেক জাহাজে আগুন
এ ঘটনায় জাহাজটির আরও ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার হয়েছে।
শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, জাহাজটিতে অপরিশোধিত ১১ হাজার ৬০০ মেট্রিক টন তেল ছিল। যা পরিশোধন করার জন্য মাদার ভ্যাসেল জাহাজ থেকে খালাস করা হচ্ছিল।
জাহাজটির মাঝের ওপরের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে গণমাধ্যমকে জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেল পরিবহনের ট্যাংকার। এতে আগুন লাগার পর ৪৮ জন ক্রুর মধ্যে ৪৭ জনকেই জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, স্থানীয়রা সাগরে অবস্থানরত তেলের ট্যাংকারটিতে বিস্ফোরণের পর আগুন লাগার খবর জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। জাহাজটি সাগরে থাকায় নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের পর আগুন নেভানোর কাজ শুরু হয়।
আবদুর রাজ্জাক জানান, কোস্টগার্ডের অগ্নিনির্বাপক দলও যোগ দেয়। প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।
এর আগে ৩০ সেপ্টেম্বর বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বাংলার জ্যোতি নামের ট্যাংকারে থেকে তেল খালাসের সময় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: চট্টগ্রামের পতেঙ্গায় বিএসসির জাহাজে বিস্ফোরণের পর আগুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top