গাংনীতে র‌্যাবের অভিযানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু ও গাংনী পৌর যুবলীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দিন কমিশনারকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২)।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে সানোয়ার হোসেন বাবলুকে (৫৫) তার বাড়ি মহিলা কলেজপাড়া এলাকা থেকে এবং নবীর উদ্দিনকে কাঁচাবাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকেআটক করেন র‌্যাবের পৃথক দুটি টিম।
র‌্যাব—১২ সিপিসি—৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি এনামুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দুজন নেতাকে আটক করা হয়।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় মাদারীপুরে আ.লীগ নেতা আটক
এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র‌্যাব কমান্ডার জানান, আটকদের ক্যাম্পে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
বুধবার (২ অক্টোবর) সকালে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আরও পড়ুন: ভারতে পালাতে গিয়ে জৈন্তাপুর সীমান্তে আ. লীগ নেতা আটক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top