খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হওয়ায় জেলা সদর ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সকাল থেকে সীমিতসংখ্যক দূরপাল্লার গাড়ি খাগড়াছড়ি ছেড়ে গিয়েছে। অভ্যন্তরীণ সড়কে যান চলাচল কম দেখা গেছে।
ছাত্রী ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পানখাইয়াপাড়া সড়ক ও মহাজনপাড়ায় পাহাড়িদের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও একটি প্রাইভেট হাসপাতালেও ভাঙচুর করা হয়।
নিহত শিক্ষক সোহেল রানা প্রতিষ্ঠানের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের ইন্সট্রাক্টর ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। এর আগেও ২০২১ সালের ফেব্রুয়ারিতে আরেক ছাত্রী ধর্ষণের অভিযোগে জেল খাটেন এই শিক্ষক। পরে সেই মামলায় খালাস পান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top