কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেশীয় অস্ত্র জব্দসহ মোতাব্বের হোসেন জনি নামে এক যুবকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঢাকার জেনেভা ক্যাম্প থেকে ‘পিচ্চি রাজা’সহ ৩৪ জন গ্রেপ্তার, অস্ত্র জব্দ
এসময় তার কাছ থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি তলোয়ার, ১টি লোহার চাকতি, ৩টি চাকু, ৫টি হকিস্টিক ও নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অস্ত্রসহ জনিকে শুক্রবার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, জনির বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। এছাড়া নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র জব্দ, ৪ যুবক গ্রেপ্তার
কক্সবাজারে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৮