ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশের।
ভিয়েতনামের হাই ফং শহরের লাচ ট্রে স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ১-৪ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।
এদিন হোয়াং মিনহ তিয়েনের গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের আধঘণ্টা না পেরোতেই ব্যবধান দ্বিগুন করেন ভিয়েতনামের এই ফরোয়ার্ড। এর ৪১তম মিনিটে একটি গোল পরিশোধ করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন পিয়াস নোভা, কিন্তু পরের মিনিটেই তৃতীয় গোলটি করে সে আশার গুড়ে বালি দেন ভিয়তনামের কুয়াং দুয়েত।
দ্বিতীয়ার্ধের ব্যবধান কমানোর একাধিক চেষ্টা করে বাংলাদেশ, তবে ৮২তম মিনিটে কং ফুওংয়ের নিচু ফ্রি কিক কাছের পোস্ট দিয়ে জালে জড়ালে বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে যায়।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ
এর আগে, হার দিয়ে বাছাইপর্বের ‘এ’ গ্রুপের যাত্রা শুরু করে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে হারের পর গুয়ামের বিপক্ষে ২-২ ড্র করেছিল যুবারা। বাছাইপর্ব পেরোতে তাই ভিয়েতনামের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মারুফুল হকের শিষ্যদের।
এই হারের পর তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ। ৯ পয়েন্ট করে নিয়ে টেবিলের শীর্ষ দুই দল সিরিয়া ও ভিয়েতনাম।
নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী রবিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।